Posts

Showing posts from November, 2018

Adventures Of Jojo

Image
Adventures Of Jojo Adventures Of Jojo আগামী 14 ডিসেম্বর, ২018 তারিখে মুক্তি পাওয়ার জন্য একটি আসন্ন বাংলা চলচ্চিত্র। এই ছবিটি রাজ চক্রবর্তী দ্বারা পরিচালিত হবে এবং এই ছবিতে সাম্রাজ্য আলম, রুদ্রানিল ঘোষ, পদ্মনাভা দাশগুপ্ত এবং জ্যাশজিৎ ব্যানার্জি প্রধান চরিত্র হিসাবে অভিনয় করবেন। Adventures Of Jojo trailer  Rudranil Ghosh ACTOR, WRITER, SCREENPLAY Born: Jan 23, 1973, Howrah, West Bengal, India  রুদ্র্রিল ঘোষ একটি ভারতীয় চলচ্চিত্র অভিনেতা যিনি প্রাথমিকভাবে বাংলা টিভি ও চলচ্চিত্র শিল্পে কাজ করেন। কলকাতার নরসিনহা দত্ত কলেজের প্রাক্তন শিক্ষার্থী রুদ্র্রিলন বনভুমি (2007) এর সাথে রুপালী পর্দায় অভিষেক করেন। তাঁর অন্যান্য জনপ্রিয় চলচ্চিত্রের উপস্থিতিগুলির মধ্যে রয়েছে আওয়ার টাইম (2007), টিন যারী কাথা (2008), বেডরুম (২01২), প্রলোয় (২013), ক্যাটমুন্ডু (2015), প্রেম এক্সপ্রেস (2016) এবং কে: সিক্রেট আই (২017) ঘোষ। তাঁর ২018 সালের মুক্তিগুলোতে হানিমুন, উমা, শ্রেণীকক্ষ, তোবু বসন্ত, এক জে ছিলো রাজা ও নকাবের অন্তর্ভুক্ত রয়েছে। Samiul Alam  ...